মামলার তদন্ত কর্মকর্তাকে কোপানো মামলার আসামী গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট : মাদক মামলার তদন্ত করতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলায় প্রধান অভিযুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার সকালে ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাসকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কানুদাসকাঠী এলাকার শাহ আলম জোমাদ্দারের ছেলে মো. অনিক জোমাদ্দর (২৪) ও জোবায়ের আহম্মেদের ছেলে মো. আব্দুল্লাহ আল-জাহেদ (২০)।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গত শুক্রবার (২৯ মে) রাজাপুর থানার উপ পরিদর্শক (এস.আই) খোকন একটি মাদক মামলার তদন্ত করতে কানুদাসকাঠী এলাকায় গেলে তাকে তদন্তে বাঁধা দেয় মাদক ব্যসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র। এক পর্যায়ে তারা এসআই খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আহত এসআই খোকনকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভূক্ত ২জনকে গ্রেফতার করে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেস্টা চলছে বলে র‌্যাব জানিয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *