রাষ্ট্রীয় পাটকল চালু করারসহ ১০ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: রাষ্ট্রীয় পাটকল চালু করার মাধ্যমে আধুনিকায়ন করন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ ১০ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।
বুধবার সকাল ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদর রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইউনাইটেড কমিউনিষ্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আঃ ছত্তার ,কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ হারুন অর রসিদ, বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, মোজাম্মেল হোসেন খান ও জাফর আহম্দে তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাড়া বিশ্বে পাটের চাহিদা বেড়ে চলছে। আমাদের সরকার ভারতের স্বার্থ রক্ষায় দেশের ২৫টি পাটকল বন্ধ করে ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০লক্ষ পাটচাষী সহ পাটকল ও পাটচাষের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ৪ কোটি মানুষকে ক্ষতিগ্রস্থ করেছে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ ধর্ষনের প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *