আর কত অপেক্ষা!

Spread the love

সৈয়দ জুয়েল:

চারিদিকে মৃত্যু-
বাতি ছারা ঘরের যাত্রায়
উদাসী মনের
খুঁজে ফেরা চোখের

নোনা জলে-
দ্বীপ জালা রাতের
কত অপেক্ষা!
পাখির কোলাহলে
ছুটে চলা পথিকের

মেঠো পথে আবারো কি বসবে-
সুখের মেলা!

বাঁশ ঝারের ফাঁক গলে
আবারও কি নামবে
ভরা জোছনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *