ধানের দাম নির্ধারনে বরিশালে কৃষক-মজুর সংহতির উদ্বেগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ১২শ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষক-মজুর সংহতির নেতৃবৃন্দ। নগরীর ফকির বাড়ি রোডস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় আয়োজিত জরুরী সভায় এই দাবি জানানো হয়। জেলা কৃষক-মজুর সংহতির যুগ্ম আহŸায়ক মোহাম্মদ হাবিব তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহŸায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।


নেতৃবৃন্দ চলতি বোরো মৌসুমে সরকার ঘোষিত ধানের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ২৭ টাকা কেজি দরে ধান কেনার যে ঘোষণা দিয়েছে তাতে কৃষকের উৎপাদন খরচও উঠবে না।
তারা বলেন, প্রতি মণ ধান উৎপাদনে গড়ে কৃষকের খরচ হয়েছে এক হাজার টাকার উপরে। ফলে সরকার নির্ধারিত এক হাজার ৮০ টাকা মণ দরে ধান বিক্রি করলে কৃষকদের লোকসান হবে।

১২শ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান কেনার আহŸান জানান নেতৃবৃন্দ। এছাড়াও সরাসরি কৃষকের নিকট থেকে কমপক্ষে ৫০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয়, প্রতিটি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র স্থাপন ও মধ্যস্বত্ত¡ভোগীদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *