আফগানিস্তানে বিপর্যয় যুক্তরাষ্ট্রের, ক্ষতিগ্রস্থ ভারত

Spread the love

নাগরিক ডেস্ক : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ের অধ্যাপক ব্রহ্ম চেলানি এমন মন্তব্য করেছেন। আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেজায় সরব চেলানি মঙ্গলবার এ নিয়ে একের পর এক টুইট করেছেন।

একটি টুইটে তিনি লিখেছেনঃ

আফগানিস্তানে বাইডেনের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। যুক্তরাষ্ট্র এবং ভারত হয়তো বন্ধু কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি দীর্ঘদিন ধরে ভারতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে, প্রথমে পাকিস্তানকে ভারতের পাল্টা সমকক্ষ হিসেবে সশস্ত্র করে এবং তারপর চীনের উত্থানে সহায়তা করে, একটি সম্প্রসারণবাদী দানব তৈরি করে।

এরপর আরেক টুইটে চেলানি লিখেছেনঃ

বৈশ্বিক জিহাদবাদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় বাইডেন প্রশাসনের সহায়তায় ঘটেছে। ঘানি পালিয়ে যাওয়ার পর তালেবান যুক্তরাষ্ট্রকে বলেছিল, হয় তোমরা কাবুলকে নিয়ন্ত্রণ করো অথবা শহরের নিয়ন্ত্রণ আমাদের ছেড়ে দাও। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়ে বলেছিল যে তারা কেবল বিমানবন্দরই নিয়ন্ত্রণ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *