১৫৭ দেশে সুস্থ হয়েছেন ৭৮ হাজার মানুষ

Spread the love

নাগরিক ডেস্ক: চীনের উহান শহর থেকে বিশ্বের ১৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস।  চীনের অভ্যন্তরে এর প্রকোপ বর্তমানে কিছুটা কমে আসলেও নতুন আক্রান্ত দেশগুলোতে মহামারী রূপ নিচ্ছে এই ভাইরাস। 

তবে স্বস্তির খবর হচ্ছে, এই ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭৭ হাজার ৭৭৫ জন মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, এই ভাইরাসে মৃত্যুর হার ৩ দশমিক ৪ শতাংশ। এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে।  আর ৪০-৪৯ বছর বয়সীদের এই ভাইরাসে মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ।  তবে, নারীদের তুলনায় বেশি ঝুঁকিতে পুরুষরা। মৃত্যুর হার পুরষদের ৪ দশমিক ৭ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ। 

চীনের বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে-ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন এবং জার্মানিতে।  ইতালিতে মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *