ফিরছে ‘সংশপ্তক’

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের জন্য জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’ পুনরায় প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।
সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন, আল মনসুর ও মোহাম্মদ আবু তাহের।
প্রায় ৩০ বছর পর আবার এই ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে টেপ থেকে ধারাবাহিকটি ট্রান্সফারের কাজ শুরু করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন বিটিভির একজন কর্মকর্তা।
গত ৬ এপ্রিল থেকে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ প্রচার শুরু করার পর, দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে ‘সংশপ্তক’ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *