ভোলায় দোকানপাটে স্বাস্থাবিধি মেনে চলার নির্দেশ

Spread the love

এম ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা: ভোলা জেলা করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী সমিতির নেতা, মার্কেট শপিংমলের মালিকগন অংশ নেন। সভায় দোকানপাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসক মো: মাসুদ আলমের সভাপতিত্বে সভায় জানানো হয়- সরকারি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করলে আগামী ১০ ই মে থেকে দোকানপাট ও শপিং মলগুলো খোলার অনুমতি দেওয়া হবে। শপিং মল ও দোকান প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সভায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের ডেঙ্গু প্রতিরোধ মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, সিভিল সার্জন ডক্টর রতন কুমার ঢ়ালি, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *