শামীমা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না

Spread the love

নাগরিক ডেস্ক : ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রাণালয়। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে শামীমাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেওয়া হবে না বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। উক্ত আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো—ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই এবং তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোনো অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *