“স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান শুরু”

Spread the love

নাগরিক ডেস্ক: স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়ুল কাদের। তিনি বলেন, নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষাসামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্যখাতে নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সরকারি বাসভবন থেকে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যুক্ত হয়ে ভিডি কনফারেন্সে সড়ক পরিবহব ও সেতৃ মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।করোনা–সংক্রমিত রেড জোনভুক্ত জেলা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

ওবায়দুল কাদের বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে।তিনি হুশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *