মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি, ৯ শ্রমিক উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়ার উত্তাল মেঘনার মিয়ারচর এলাকায় শনিবার বিকালে সিমেন্ট বোঝাই এমভি ফারহানা মোনায়েম নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজের ৯ শ্রমিক মাছধরা ট্রলারের সহযোগীতায় নিরাপদে উদ্ধার হয়েছেন। প্রচন্ড ঢেউ ও ¯্রােতে জাহাজটি ডুবেছে বলে জানিয়েছেন ওই জাহাজের শ্রমিকরা।
এমভি ফারহানা মোনায়েম কার্গো জাহাজের মাস্টার আমিন হোসেন জানান, ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজটি শনিবার ভোরে নারায়নগঞ্জ থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকালে হিজলা উপজেলার মিয়ারচর সংলগ্ন মেঘনা অতিক্রমকালে প্রচন্ড ঢেউ ও ¯্রােতে জাহাজটি নিয়ন্ত্রন হারিয়ে ডুবোচরে আটকে যায়। এসময় জাহাজের ডানদিক হেলে গিয়ে পানি ঢুকতে শুরু করে। এক পার্যায়ে সামনের অংশ ডুবে যায়।
ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন জানান, দূর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা মাছধরা ট্রলারগুলো এগিয়ে গিয়ে ডুবে যাওয়া জাহাজের মাস্টার, সুকানি সহ ৯ জন শ্রমিককে উদ্ধার করেছে। ওই শ্রমিকরা বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। হতাহতের কোন ঘটনা না ঘটলেও জাহাজের সব মালামাল সব ডুবে গেছে। বিষয়টি বিআইডবিøউটিএ’র কর্মকর্তাদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *