ঈদে লঞ্চে মাস্ক ছাড়া চলাচল করলেই ব্যাবস্থা

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রানঘাতী করোনার কারনে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে বিধিনিষেধের পাশাপাশি মাস্ক ছাড়া চলাচল করলে আইন প্রয়োগ করতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, লঞ্চ মালিক সমিতি, পুলিশ-প্রশাসনের সঙ্গে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।


সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- যাত্রার পূর্বে এবং যাত্রা শেষে লঞ্চে অবশ্যই জীবাণুনাশক পানি স্প্রে মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সকলের যাত্রীদের মাস্ক এবং যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা, লঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করা, যাত্রার আগে যাত্রীদের টিকেট সংগ্রহ করা, তৃতীয় শ্রেণীর যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা করা, টার্মিনালের বাইরে তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য আলাদাভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা প্রভৃতি। এসব সিদ্ধান্ত ভঙ্গকারী লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও সিদ্ধান্ত নেয়া হয় সভায়। ।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিআইডবিøউটি’র যুগ্ন পরিচালক আজমল হুদা মিঠু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *