পল্লবী থানায় বিস্ফোরণের ‘দায় নিলো’ আইএস

Spread the love

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় কথিত দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইনটেলিজেন্স গ্রুপ বুধবার রাতে তাদের ওয়েব সাইটে এ তথ্য জানিয়েছে।

অবশ্য সাইট ইন্টিলিজেন্সের দায় স্বীকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ব্যাপারে ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, পল্লবীর ঘটনায় আসামি ধরে এনেছে পুলিশ। আর কথিত দায় স্বীকারের কথা জানিয়েছে বিবৃতি দিচ্ছে সাইট ইন্টিলিজেন্স। এর কোনও ভিত্তি নেই। পল্লবীর ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনও সংশ্লিষ্টতার তথ্য মেলেনি।

এ ব্যাপারে পুুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডিসি আব্দুল মান্নান বলেন, এই দায় স্বীকার পুরোপুরি ভিত্তিহীন। অতীতেও এই ধরনের কথিত দায় স্বীকারের ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে চার পুলিশসহ পাঁচ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *