ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াড

Spread the love

নাগরিক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ববি শিক্ষার্থীদের অংশগ্রহনে অনলাইনে আয়োজিত “বঙ্গবন্ধু অলিম্পিয়াড” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে গত ২ আগস্ট অনলাইনে “বঙ্গবন্ধু অলিম্পিয়াড” শুরু হয়, যা ১৫ই আগস্ট এটি সমাপ্ত হয়েছে। মঙ্গলবার এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনলাইন পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।


তিনটি পর্বের চূড়ান্ত ফলাফল বিশ্লেষনে প্রথম হয়েছেন ববির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিমা হোসেন তমা, দ্বিতীয় হয়েছেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৈয়ব্যা তাকবির এবং তৃতীয় হয়েছেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিকাদাম রহমান।


অনলাইনে বিজয়ীদের নাম ঘোষনাকালে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধুকে আরও বেশি করে জানতে হবে, তাঁর আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আর তাহলেই সকলের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।


অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ববির পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ও ববি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক নুসরাত জাহান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো: হাবিবুল্লাহ মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *