বরিশালে ব্যাটারীচালিত রিক্সা চলাচলের দাবীতে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর বয়স্ক রিক্সা চালকদের প্রতি মানবিক বিবেচনা করে ব্যাটারীচালিত রিক্সা চালানোর অনুমতি প্রদানসহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালিত হয়।
তাদের অপর দাবীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অসহায় শ্রমিকদের চিকিৎসা প্রদান, ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য গঠিত কল্যাণ তহবিল পূনরায় চালু করা এবং প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান।
ইউনিয়নের সহ-সভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আলি হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আঃ ছালাম হাওলাদার, সহ-সভাপতি রুস্তম আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ও শহীদ হাওলাদার প্রমুখ।
সভায় বক্তরা করোনাকালীন অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে তাদেরকে সিটি করপোরেশনের মানবিক সহযোগীতা করার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *