মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞাকালে এবার ঐক্যেবদ্ধ প্রতিরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট: মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে বরিশালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের ডিম ছাড়ার এ প্রধান মৌসুমে মা ইলিশ রক্ষায় করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮অক্টোবর) দিনভর বরিশাল সদরের মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ নিধন রোধে ঐক্যবদ্ধভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের আহ্বান জানান। মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মৎস্য অধিদপ্তর ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়লে মা ইলিশ রক্ষা সম্ভাব।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো: আবু সাইদ। ইউ এসএ আইডি’র অর্থায়নে মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ বাস্তবায়িত ইকোফিশ-২ প্রকল্পের সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লা, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এম এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় জলমহাল সভাপতি রবীন্দ্র নাথ বর্মন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি মো: ইসরাইল পন্ডিত, সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন সিকদার, বরিশাল জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক বাবুল মীর, বরিশাল জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক বাবুল মীর, এসসিএমএফআইপি উপ্রকল্প পরিচালক মো: কামরুলইসলাম, এবং ইকোফিশ-২, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর রিসার্চ অ্যাসোসিয়েট মো: জামালউদ্দিন।

সভায় বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস প্রমূখ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *