বরিশালে শ্লোগান দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলে উত্তেজনা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বিএনপির স্থানীয় শীর্ষ নেতা মজিবর রহমান সরোয়ারের পক্ষে শ্লোগান দেয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সংঘটতি এ ঘটনায় দলীয় কার্যালয়ের সম্মুখে দুই পক্ষে মুখোমুখী অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের বরিশাল বিভাগের নেতাদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের মতবিনিময় সভা শুক্রবার বরিশাল অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আজহারুল ইসলাম মুকুল কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সভার শুরুতেই মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সমীর ও সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামানে নেতৃত্বে তাদের অনুসারীরা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের নামে অবিরাম শ্লোগান দিতে থাকে। এতে সভার কার্যক্রম বিঘিœত হচ্ছিল। এক পর্যায়ে তারা মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুর বিরুদ্ধেও শ্লোগান দিতে থাকে। একই সময়ে স্বেচ্ছাসেবক দলের নগর সভাপতি ও সম্পাদকের অনুসারীরাও পাল্টা শ্লোগান দেয়।


এক পর্যায়ে সভার সভাপতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল বিভাগের দায়িত্বরত নেতা মো. ফরিদ উদ্দিন সভাস্থল থেকে উঠে এসে শ্লোগানকারীদের কাছে জানতে চান তারা কারও পক্ষ হয়ে সভা ভন্ডুল করতে এসেছেন কি-না। এ নিয়ে সেখানে কিছুটা বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। পরে শ্লোগানকারীরা প্রধান ফটক ছেড়ে রাস্তার ওপর অবস্থান নিলে পূনরায় স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত হয়।
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সমীর বলেন, মহানগর বিএনপি সভাপতি সরোয়ার, তার নামে শ্লোগান দিতেই পারে। এ নিয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি টিম লিডার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আজহারুল হক মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারন সম্পাদক সরদার মো: নুরুজ্জামান, সহ-সাধারন সম্পাদক ফজলুল কবীর জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *