‘দেশে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অসাম্প্রদায়িকতার অনন্য উদাহারণ স্থাপন করেছেন। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করে সেটি বিশ্বে বিরল। দুর্গাপূজায় আমরা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেই। আবার ঈদের সময় হিন্দু ধর্মালম্বীরা আমাদের বাসায় এসে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। দেশের এধরনের ভ্রাতৃত্ববোধটা আমাদের বজায় রাখতে হবে। শনিবার বরিশাল সদর উপজেলা পরিষদের মিলানায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপের অনুকূলে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই দিন প্রতিমন্ত্রী চরামদ্দি নদীতে ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনও করেন।


প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পৌছেছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌছাবে আর ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে পৌছাবে। এটি সম্ভব হয়েছে দেশের সকলের সম্মিলিত উন্নয়নের কার্যক্রমের জন্য। তিনি স্বাস্থ্যবিধি মেনে পূজোর উৎসব পালন করার আহবান জানান।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমূখ।


অপরদিকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট চরামদ্দি নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সড়ক ও জনপথ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *