কালাবদর নদীতে ইউএনও’র নেতৃত্বে অভিযানকালে হামলা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের কালাবদর নদীতে মা ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্স কমিটির অভিযানিক দলের উপর হামলা চালিয়েছে জেলেরা। মঙ্গলবার দিবগত মধ্যরাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের নেতৃত্বে নদীতে অভিযান চলাকালে দুর্বিত্তরা অতর্কিত হামলা করে। হামলায় বন্দর থানার এসআই সজল শাহা, কসস্টেবল সোহাগ বসার ও স্পীড বোটের একজন চালকও আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো: আনোয়ার হোসেন তালুকদার বুধবার এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বরিশাল সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বুধবার সকালে বলেন, মা ইলিশ রক্ষায় গঠিত উপজেলা টাস্কফোর্স টিম ( উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা, পুলিশ) নিয়ে ৪টি স্পীড বোটে মঙ্গলবার রাতে চন্দ্রমোহন এলাকার কালাবদর নদীতে অভিযান পরিচালনা করেন। গভীর রাতে আকস্মিক একদল অসাধু ব্যক্তি তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের ২ সদস্য ও একজন স্পীড বোট চালক আহত হয়েছেন। এরপরপরই তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেছেন। পুলিশকে এ বিষয়ে মামলার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, হামলাকারীরা স্থানীয় মৌসুমী ইলিশ শিকারী। মা ইলিশ রক্ষায় তাদের কোনভাবেই ছাড় দিবেন না। বরং নতুন করে আরও শক্তি নিয়ে নদীতে অভিযান করা হবে।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, কালাবদর নদীতে অভিযানকালে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বিত্তরা। তারা পুলিশী সহায়তায় সেখান থেকে দ্রæত সরে আসেন। দুর্বিত্তদের সনাক্ত করার জন্য পুলিশকে বলা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান বলেন, আহত ২ পুলিশ সদস্য এবং স্পীড বোট চালককে শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *