‘ভ্যাকসিনের জন্য ১০০০ কোটি টাকা বুকিং দিয়েছি’- প্রধানমন্ত্রী

Spread the love

নাগরিক ডেস্ক : আবিস্কার হওয়ার পর দেশের মানুষ যেন দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন পায়, সে ব্যবস্থা নিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন কেনার জন্য এক হাজার কোটি টাকা আগাম বুকিংও দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় দফায় করোনার ধাক্কা আসছে। সবাইকে তাই সচেতন হতে হবে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে, প্রায় ১ হাজার কোটি টাকা দিয়ে আগাম সেটা বুক করে ফেলেছি যে, যখনই এটা কার্যকর হবে; তখনই তা বাংলাদেশের মানুষ যেন পায়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা সরকারের বিভিন্ন সমালোচনা করছেন, তারাই বর্তমান সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা ভোগ করছেন।’ সমালোচনার নামে সরকারের নামে মিথ্যা প্রচারণা না চালানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকার গঠনের পরই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। দেশের মানুষের বিশ্বাসও আওয়ামী লীগের উপর, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *