বেতন বৈষম্যের অবসানসহ ৬ দফা দাবী তৃতীয় শ্রেনীর কর্মচারীদের

Spread the love

নাগরিক রিপোর্ট: বেতন বৈষম্যের অবসানসহ ৬ দফা দাবীতে বরিশালে বাংলাদেশ তৃতীয় শ্রেনী সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ স্বাস্থ্যবিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো: মাহফুজুর রহমান।


বরিশাল জেলা নির্বাহী পরিষদের সভাপতি মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, তৃতীয় শ্রেনী সরকারী কর্মচারীদের বেতন বৈষম্য দুর করতে হবে। তারা দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রাম করলেও সচিবালয়য়ের ন্যায় পদবী বাস্তবায়ন হচ্ছে না। বরং পদোন্নতি নিয়ে চলছে স্বরযন্ত্র। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু করুন। দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। যেকারনে ৪০ ভাগ মহার্ঘ্য ভাতা, টিফিন ভাতা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানসহ ৬ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার আহবান জানান নেতৃবৃন্দ। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবী বাস্তবায়ন করারও হুশিয়ারি দেন।


কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারী সভাপতি মো: ছালজার রহমান, ঢাকা মহানগর সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা নির্বাহী পরিষদের সাধারন সম্পাদক মো: আলমগীর শিকদার। বক্তব্য রাখেন বরিশাল জেলা নির্বাহী পরিষদ নেতা মো: মানিক মৃধা, মো: শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমূখ।


কনভেনশন শেষে কাউন্সিলরদের ভোটে মো: মাহফুজুর রহমানকে সভাপতি এবং মো: আলমগীর শিকদা কে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিস্ট বরিশাল জেলা নির্বাহী পরিষদ ঘোষনা করা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *