বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে কটুক্তি এবং সা¤প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. খালিদ হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত খালিদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, গত অক্টোবরে খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাঁর ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে দেয়া কটুক্তিমূলক বিভিন্ন স্ট্যাটাসের কপি যুক্ত করে দেয়া হয়। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে মো. খালিদ হাসানকে দোষী সাব্যস্ত এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের সুপারিশ করেছে। পরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় তাকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত মো. খালিদ হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল। সেখানে আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি। আপাতত এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *