কুয়াকাটায় আ’লীগ প্রার্থীকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

Spread the love

নাগরিক রিপোর্ট: পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লাকে হটিয়ে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার। এ নিয়ে কুয়াকাটায় হৈচৈ পরে গেছে। সাধারন ভোটারদের ক্ষোভের বিষ্ফোরন ঘটেছে এ পৌরভোটে বলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানিয়েছেন।


বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের তথ্যানুযায়ী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে মো: আনোয়ার হাওলাদার মোট ৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারীভাবে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আ’লীগের নৌকা প্রতিকের আ: বারেক মোল্লা ভোট পেয়েছেন ২ হাজার ৬৮৪। এ পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১২২। গোয়েন্দা সংস্থার রিপোর্টেও এ তথ্য পাওয়া গেছে।


এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, তিনি এখনই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করতে পারবেন না।


এদিকে আ’লীগ প্রার্থী বারেক মোল্লার পরাজয়ে কুয়াকাটায় বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। কুয়াকাটা ট্যুর ম্যানেজমেন্টের (কুটুম) চেয়ারম্যান নাসির উদ্দিন বিপ্লব বলেন, আ’লীগের মেয়র প্রার্থী পর্যটন কেন্দ্রে গত ৪ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন ঘটাতে পারেনি। ব্যবসায়ীরা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। কুয়াকাটায় বাস স্টান্ড নেই। মাস্টার প্লান বাস্তবায়নে কোন উদ্যোগ ছিল না। বরং খাস জমি দখলে মেয়র বারেকের স্বজনরা জড়িত ছিল। এসব কারনে কুয়াকাটা পৌরবাসীর ক্ষোভের বিস্ফোরন ঘটেছে এই ভোটে।


কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক আলী বলেন, আ’লীগের একাংশ মেয়র বারেকের সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যেকারনে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।


কুয়াকাটা ইনভেস্টর ফোরামের মুখপাত্র হানরুল ইকবাল বলেন, পর্যটক বান্ধব কুয়াকাটা বিনির্মানে ব্যার্থ হয়েছেন সাবেক মেয়র। এখানকার ভোটারার পরিবর্তনের শ্লোগান নিয়ে মাঠে ছিলেন বলেই স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *