‘বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা পূর্ণতা পেতনা’

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেত না। ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করলেও বিজয়ের স্বাদ অবলোকন করার জন্য আমাদের ১৯৭২ সালের ১০ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেদিন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারান্তরীন শেষে নিজ ভুমিতে ফিরে ছিলেন। বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও এর আইনি তাৎপর্য” শীর্ষক অনলাইন মাধ্যমে ওয়েবিনারে রোববার রাতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

প্রধান অতিথি ববি উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি বিজয়ের পূর্ণতা লাভ করেছিলো। জাতির পিতা যে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভুমিকা রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমিকাস গিল্ড এর আয়োজনে ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ্ ও বিশেষ আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।

ববি’র আইন বিভাগের শিক্ষার্থী (এলএলএম) আব্দুলাহ্-আল-মামুন এর সভাপতিত্বে ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ববির শিক্ষার্থী (এলএলবি) মো: মমিন ইউ আহম্মেদ, মোসা: শরিফা আক্তার ও মাসুম বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *