রাজাপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা-ওষুধ বিতরণ

Spread the love

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজে বৃহস্পতিবার দিনব্যাপি সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল কর্তৃপক্ষ এ কর্মসূচি পরিচালিত হয়।

শেখ হাসিনা সেনা নিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াক ক্যাপ্টেন ফারজানার নেতৃত্বে গরীব রোগীদের সেবা প্রধান করেন সিএমএইচ এর চিকিৎসক মেজর হোসাইন মো. ইমরান এবং মেজর মো. মঞ্জুরুল ইসলাম। চিকিৎসা ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *