বরিশালে শহীদ আসাদ দিবস উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এই শ্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ আসাদের ৫২ তম জন্মবাষির্কী উদযাপন করলো আসাদ পরিষদ। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী অর্পন করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, ৬৯ সালের গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদের মৃত্যু স্বৈরাচারী আইয়ূব খানের দ্রæত পতন ঘটিয়েছিল। কেবল তাই নয়, আসাদ হয়ে ওঠেন পরবর্তী পর্যায়ে সকল আন্দোলন সংগ্রামের উপমা। সে সময়ের ঢাকা বিশ্¦বিদ্যালয়ের ছাত্র আসাদ চেয়েছিলেন স্বৈারাচার মুক্ত শোষনহীন সমাজ। আসাদের আদর্শ ধারন করে তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।


সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু, আসাদ পরিষদ বরিশাল শাখার সাধারন সম্পাদক জ্যোতিময় চক্রবর্তী, ওয়াকার্স পার্টির বরিশাল শাখার সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, গনসংহতি আন্দোলনের আব্দুর রশিদ নিলু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *