আলুর ভাল ফলনে কৃষকের মুখে হাসি

Spread the love

নাগরিক ডেস্ক:
ঝালকাঠির নলছিটি উপজেলার বারী ২৫ নতুন জাতের আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে মনে করছেন কৃষকরা।

আলু চাষে কৃষিশ্রমিক, জমি তৈরি, সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণের উচ্চমূল্যের কারণে আলুর উৎপাদন খরচ বেশি হচ্ছে। তাই উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিয়ে শংকিত রয়েছেন কৃষকরা।

ইতিমেধ্যে যেসকল কৃষকরা ক্ষেত থেকে আলু উত্তোলন করেছেন তারা ভালো দামে বিক্রি করতে পারছেন বলে জানিয়েছে কৃষকরা। আর যাদের আলু এখনো ক্ষেতে রয়েছে তারাও বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।

নলছিটি উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলের মাঠে এখন আলু তোলার প্রস্তুতি চলছে।
অনেক চাষী ইতিমধ্যেই আলু তুলে বাজারে বিক্রি করেছেন।

উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি জানান, উপজেলায় এ বছর ৬৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।এতে প্রতি হেক্টর জমিতে ২০ থেকে ২৫ টন আলু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, এবারই প্রথম নলছিটি উপজেলায় বারি ২৫ জাতের আলু চাষ করা হয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছি। কৃষি বিভাগের পরামর্শে এ বছর আলু চাষে কৃষকরা আগ্রহী হয়ে চাষ করেছে।

উপজেলার পৌরসভার মালিপুর গ্রামের আলু চাষী সেতারা বেগম জানান, এবার বারী ২৫ জাতের আলু প্রথম ২ বিঘা জমিতে চাষ করেছি অন্য ফসলের চেয়ে আলু চাষ লাভজনক মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *