বরিশালের দুই হতদরিদ্রকে হুইল চেয়ার দিলো রোটারী ক্লাব অব শাহবাগ

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র হাজেরা বেগম (৬৫)। তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে কয়েকবছর যাবত বিছানায় শয্যাশয়ী। অন্যের সহযোগীতা ছাড়া দাড়াতেও পারেন না। দিনমজুর ছেলে আলম খানের পক্ষে সম্ভব হয়নি তাকে হুইল চেয়ার কিনে দেয়ার। রোটারী ক্লাব অব শাহবাগ (আইডি ২৭৩৮০) এর উদ্যেগে সোমবার একটি হুইল চেয়ার পেলো হাজেরা বেগম।
চেয়ারটি গ্রহন করে আলম খান বলেন, ‘চ্যায়ারে বওয়াইয়া অ্যাহন মা’য় য্যাহানে যাইতে চায় তারে হ্যাহানে লইয়া যাইতে পারমু’। হাজেরা বেগমের মতোই আরেক হতদরিদ্র নজরুল ইসলাম। তিনিও একটি হুইল চেয়ারম্যান পেয়েছেন রোটারী ক্লাব অব শাহবাগ-এর সৌজন্যে।
সোমবার রোটারী ক্লাবের পক্ষে বরিশাল নগরীর প্যারারা রোডে চেয়ার বিতরন রোটারীয়ান জাহিদুল হক বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *