ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি, বরিশালে সমাবেশ

Spread the love

নাগরিক রিপোর্ট:
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশালের বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এই কর্মসূচী পালিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশের স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এই আইনের কারনে দেশের সাংবাদিক-লেখকরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারছেন না। কিছুদিন আগে এই আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি হয়ে লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেছেন। দেশে ধর্ষণ-দুর্নীতি করলে জামিন হয় অথচ মুশতাক আহমেদ বার বার জামিন আবেদন করেও মুক্তি পাননি। যা হত্যার সামিল। তাই এই কালো আইন আগামী ২৬ মার্চের আগে বাতিল করতে হবে। নয়তো ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামবে।
এসময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি ৭ ছাত্রনেতা, শ্রমিক নেতা রুহুল আমিনসহ সকলের মুক্তি দাবি করেন। পাশাপাশি কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে এই আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি কিশোর কুমার বালার সভাপতিত্বে কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা গণ সংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, বরিশাল গণফোরামের সভাপতি জেলা হিরন কুমার দাস মিঠু, সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেত্রী অদিতি সপ্তশ্রী, ছাত্রফেডারেশন নেতা হাসিব আহমেদ ও সংবাদকর্মী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *