আফ্রিদির জন্মদিন, আইসিসির অভিননন্দন

Spread the love

নাগরিক রিপোর্ট:
তার ব্যাট মানেই ছিল চার-ছক্কার ফুলঝুড়ি। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতেই রান করতে পছন্দ করতেন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) মাত্র ৩৭ বলে করেছিলেন সেঞ্চুরি, যা অটুঁট ছিল অনেক দিন। এখনো একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা তারই দখলে।

এতক্ষণ যার রেকর্ড নিয়ে কথা হচ্ছে তিনি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তুমুল জনপ্রিয় ক্রিকেটারের আজ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শহীদ আফ্রিদি ১৯৮০ সালের ১ মার্চ পাকিস্তানের খাইবার পাকতুনখা প্রদেশের পেশোয়ার বিভাগের খাইবার জেলায় জন্মগ্রহণ করেন। আজ সোমবার তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে আইসিসি ৪২ বছরে পা দেওয়া শহীদ আফ্রিদির জন্মদিনে এ শুভেচ্ছা জানান।

আইসিসির দেওয়া ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘তখন : তার প্রথম ওডিআইয়ে ৩৭ বলে সেঞ্চুরি। এখন : ওডিআইয়ে সবচেয়ে বেশি ছক্কা। শুভ জন্মদিন শহীদ আফ্রিদি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *