আয়ারল্যান্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা

Spread the love

সৈয়দ জুয়েল:

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসবের হাওয়া এখন আয়ারল্যান্ডে। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ছয় টায় আটটি পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি নিয়ে এক কুইজ প্রতিযোগীতার আয়োজন করেন স্থানীয় বাংলাদেশিরা।

কমিউনিটি ব্যাক্তিত্ব মোঃ মোস্তফা,সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডাঃজিন্নুরাইন জায়গীরদারকে আহবায়ক করে অনুস্ঠানটি পরিচালনা করেন কাজী কবির ও আনোয়ারুল হক আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে আহবায়কদের সংক্ষিপ্ত বক্তব্যের পরে মূল অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় ফল,ফুল,স্বাধীনতা দিবস, বিজয় দিবস,খেলাধুলা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন আটটি পরিবারের শিশু সহ অভিভাবকরা।

মূলতঃ এখানে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস,সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াই ছিলো মূল উদ্দেশ্য। আটটি পরিবারই বেশ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তিন ঘন্টারও বেশি সময়ের এ অনুস্ঠানে শিশুদের মাঝে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহে আয়োজকরা অনুস্ঠানটির স্বার্থকতা খুঁজে পেয়ে জানালেন- দেশের যে কোন দিবসে এরকম আয়োজন করার সব সময়ই চেষ্টা করবেন তারা।

আগামী ২৬শে মার্চের মূল অনুষ্ঠান যেখানে থাকবে-গান,কবিতা সহ নানা আয়োজন। অনুস্ঠানে বাড়তি আকর্ষন- স্থানীয় শিল্পীদের সাথে দেশের প্রখ্যাত শিল্পী তপন চৌধুরীর গান। অনুষ্ঠানটি দীর্ঘ সময় হতে পারে,তাই এর সময় কমাতে গতকাল কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগীতার বিজয়ীদেরকে আগামী ২৬শে মার্চে পুরষ্কার ঘোষনা করবেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে অভিভাবক সহ শিশুরা এ ধরনের অনুস্ঠান আরো করার দাবী জানান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলিপ কুমার বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *