আয়ারল্যান্ডে মেয়াদোত্তীর্ন কমিটি নিয়ে ক্ষোভ

Spread the love

সৈয়দ জুয়েল:
রাজনীতিতে গনতন্ত্রের কথা সব দলই বলেন। সময় শেষ হওয়ার আগেই ক্ষমতা হস্তান্তর নিয়ে রাজপথে যারা আন্দোলন করেন বা বুলি আওরান, তারাও ক্ষমতায় গেলে আঁকড়ে থাকেন পদ, পদবী। দেশ ছেরে এ অভ্যাস এখন বিদেশেও এসে ঠেকেছে। ইউরোপ, আমেরিকার অনেক দেশেই সময় এলে নির্বাচন দিতে গড়িমসির কথা হর হামেশাই শোনা যায় আওয়ামিলীগ, বিএনপিতে।

আয়ারল্যান্ডে এক আহ্বায়ক কমিটি দিয়েই আওয়ামিলীগ কোন ভাবে চালাচ্ছে তাদের কার্যক্রম। কথা ছিলো দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠনের, কিন্ত এক আহবায়ক কমিটি আর কত বছর থাকবে! তা নিয়ে খোদ দলের মাঝেই মত বিরোধের শেষ নেই। আবার বিএনপি দু বছরের জায়গায় চার বছর অতিবাহিত হওয়ার পরও নতুন কমিটি গঠন নিয়ে সরব নয়। অভিযোগ রয়েছে চার বছর আগের করা বিএনপির পূর্ন কমিটিতে কার কি পদবীতা-ও জানেন না অনেকে। এ নিয়ে বিএনপির কর্মীদের মাঝেও ক্ষোভ রয়েছে।

আয়ারল্যান্ডে আওয়ামিলীগ, বিএনপি দুটো দলের মাঝেই বিভক্তি রয়েছে। দিন যতই যাচ্ছে এ বিভক্তি ক্রমশঃ স্পষ্ট হচ্ছে। দুটো দলের অনেক কর্মীরাই বলেছেন-যেহেতু মেয়াদোত্তীর্ন কমিটি, তাই দলের কোন পদ ব্যাবহার করার অধিকার তাদের নেই। পদ ব্যাবহার করছেন বলে তারা নতুন কমিটি গঠনে আগ্রহ কম দেখান বলেও অভিযোগ অনেকের।

আবার করোনার দোহাই দিয়েই অনেকে কমিটি গঠনে আগ্রহ দেখান না বলেও অভিযোগ আছে, কিন্তু কর্মীদের কথা -অনলাইনে সারা বিশ্বে অনেক কমিটিই হয়ে থাকে, তাহলে আয়ারল্যান্ডে নয় কেন? তাদের দাবী দ্রুত কমিটি গঠনের। তবে কমিটি গঠন হলেও দুটো দলে যে বিভক্তি তা সমাধান হবে কি না,তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

গুরুত্বপূর্ন পদ কার দখলে থাকবে, তা নিয়ে বিরোধ হওয়ার শংকাও উড়িয়ে দেয়ার মত নয় বলে অনেকের ধারনা। আর এতে করেই কমিটি গঠনে ধীরগতি, এমনটাও মনে করেন এখানের দু বৃহত্তম দলের অনেক কর্মীরা। সব শংকা কাটিয়ে আয়ারল্যান্ডে আওয়ামিলীগ, বিএনপি গ্রহনযোগ্য এক কমিটি গঠনে-দুটো দলের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে দলগুলোয় আবারো প্রান ফিরবে, এমন ভাবনাই দল প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *