পটুয়াখালীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা রাখার লক্ষ্যে দ্বিতীয় বা‌রের মত পটুয়াখালীর সাংবা‌দিক‌দের পা‌শে দাড়া‌লেন ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান খ‌লিলুর রহমান মোহন। তি‌নি ব‌লেন, ক‌রোনা মোকা‌বেলায় ফ্রন্টলাইন না‌মে খ‌্যাত সংবাদকর্মীরা জীব‌নের ঝু‌্্ঁকি নি‌য়ে পেশাগত দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছেন।

যে কার‌ণে তা‌দের স্বাস্থ‌্য স‌ুরক্ষা সাম‌গ্রি থাকা বাঞ্ছ‌নিয়, তাই ফ্রন্ট লাইনে কর্মরত সাংবাদিকদেরকে গত বছ‌রের ন‌্যায় এবারও সবার আ‌গে জেলা প‌রিষ‌দের পক্ষ থে‌কে সাংবা‌দিক‌দের মা‌ঝে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সাম‌গ্রি বিতরণ করা হ‌য়ে‌ছে।


তি‌নি ব‌লেন, ক‌রোনা সংক্রমন দ্বিতীয় দফা ধী‌রে ধী‌রে বাড়‌ছে তাই সবাই‌কে সতর্কতা অবলম্বন করতে হ‌বে। এ‌ক্ষে‌ত্রে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবা‌দিক ও জেলা প‌রিষদ এক সা‌থে ক‌রোনা মোকা‌বেলায় কাজ করার প্রত্যয় ব‌্যক্ত ক‌রেন।


সোমবার রাত ৮টার দি‌কে পটুয়াখালী‌ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।
পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরন অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককের হাতে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন।


এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি ও সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


উ‌ল্লেখ‌্য, গত বছর প্রথম যখন দে‌শে ক‌রোনা ভাইরা‌সের সংক্রমন শুরু হ‌য়ে‌ছিল তখনও জেলা পরিষদের পক্ষ থে‌কে প্রথম পটুয়াখালীর সাংবা‌দিক‌দের মা‌ঝে স্বাস্থ‌্য সুরক্ষা সাম‌গ্রি বিতরণসহ শহ‌রের বি‌ভিন্ন স্প‌টে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক লিপ‌লেট ও মাস্ক বিতরন এবং গরীব অসহায় মানু‌ষের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খাদ‌্য সাম‌গ্রি পৌ‌ছে দি‌য়ে সবার নজড় কে‌ড়ে‌ছি‌লেন।জেলা পুরষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *