বরিশাল বিশ্ববিদ্যালয়ে টেলিমেডিসিন সেবা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। কোভিড-১৯ এর সংক্রমন বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নির্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পুনরায় টেলিমেডিসিন সেবা চালু করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবা গ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত।

ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই মেডিকেল অফিসার স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এরা হচ্ছেন- ববি’র মেডিকেল অফিসার ডা: শাম্মী আরা নিপা (০১৬৭৮০৪৩৮০৩) এবং মেডিকেল অফিসার ডা: তানজীন হোসেন (০১৭২৩০৪০১১৯)।

দায়িত্ব প্রাপ্ত এ দুই মেডিকেল অফিসারকে সংশ্লিস্ট মোবাইল নাম্বারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ চিকিৎসা সেবা পাবেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা ফয়সাল।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে বিশজুড়ে কোভিড-১৯ এর সংক্রমন দেখা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের জন্য এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *