লকডাউন অমান্য: বরিশালে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য ও মাস্ক না পরায় ৩১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নগরীতে সোমবার দিনভর পৃথক তিনটি অভিযানে এই অর্থদন্ড দেয়া হয়।

অভিযানে পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজমূল হুদা, আতাউর রাব্বী ও মারুফ দস্তগীর। তারা নগরীর লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, মেডিকেল মোড় নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, আমতলার মোড়, কাশিপুর বাজার, চৌমাথা বাজার, বটতলা বাজার, জিলা স্কুল মোড়ে অভিযান চালায়।

এসময় লকডাউনে সরকারি নির্দেশনা অমান্যসহ মাস্ক না পরায় ২৫ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ১৭ হাজার ১৮০ টাকা অর্থদÐ দেন বিচারকরা। অভিযানে র‌্যাব-৮ ও মেট্রোপলিটন পুলিশের দু’টি দল সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *