বরিশালে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে করোনায় স্বাস্থ্য নিরাপত্তাবিধি অমান্য করায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনভর জেলা প্রশাসনের দুটি পৃথক অভিযানে এই জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী।


জেলা প্রশাসনের মিডিয়া সেল এর তথ্যে জানা গেছে, নগরীর লঞ্চঘাট, নতুন বাজার ও রূপাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের মালিককে মোট ৪ হাজার ৩শ টাকা অর্থদন্ড দেওয়া হয়।


এ প্রসঙ্গে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন প্রতিদিনি জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে অনুযায়ী বুধবার দুটি টিম মাঠে ছিল। জরিমানা করা ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি লংঘন করেছে। এসময় পুলিশের টিম আদালতকে সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *