করোনায় রেকর্ড ৮৩ জনের মৃত্যু

Spread the love

নাগরিক ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃতের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮২২ জনে।

অন্যদিকে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৯ জন। তাদের মধ্যে ৭৪ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা গেছেন।

দেশে এ নিয়ে টানা তিনদিন মৃত্যুর একের পর এক রেকর্ড হচ্ছে। এর আগে শনিবার ৭৭ জনের মৃত্যুর রেকর্ড হয়। পরদিন রোববারই আবার ৭৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সেই সংখ্যা ছাড়িয়েছে, এমনকি ৮০-ও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যু হয়। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনওই ৫০ এর নিচে নামেনি। বরং বাড়তে বাড়তে এ পর্যায়ে এসে পৌঁছেছে।

এদিকে গত কয়েকদিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এরমধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। মধ্যে খানিক কমলেও নতুন রোগীর সংখ্যা আবার ৭ হাজার ছাড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *