বরিশালে সাত টন পলিথিন জব্দ, চালক ও হেলপারকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাভার্ড ভ্যান ভর্তি নিষিদ্ধ ঘোষিত প্রায় ৭ টন পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান রবিবার দুপুরে চালক হাফিজুর রহমান ও হেলপার জসিম উদ্দিনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে।


বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে নগরীর সাগরদী ডোস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ভর্তি ঢাকা মেট্রো (ড-১৪-৮০৩৩) নামক কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় পুলিশ চালক হাফিজুর রহমান ও হেলপার জসিম উদ্দিন কে গ্রেফতার করে। গ্রেফতরকৃতরা জানিয়েছেন, কাভার্ড ভ্যানে প্রায় ৭টন পলিথিন রয়েছে। ওই পলিথিন রাজধানী থেকে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিল।


পরে রবিবার দুপুর ২টার দিকে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুশফিকুর রহমান ওই ২জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আটককৃত কাভার্ড ভ্যানটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *