সুইডেন ছাত্রলীগের পক্ষ থেকে ইফতারি সামগ্রী বিতরণ

Spread the love

নাগরিক ডেস্ক:
বাংলাদেশ ছাত্রলীগ ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এর নির্দেশনায়
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে অসহায়-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, সুইডেন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইমুন চৌধুরী।

গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে তার নিজ গ্রাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার, ৪নং বাহারছড়া ইউনিয়নে প্রায় ৪০০ অসহায়-দুস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ চৌধুরী, বাঁশখালী উপজেলা ওলামালীগ নেতা
প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশ ছাত্রলীগ, সুইডেন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইমুন চৌধুরী বলন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে এবং সাধ্য মতো অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *