‘মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে’

Spread the love

নাগরিক রিপোর্ট:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বহিঃবিশ্বের সমর্থনের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়েছিল মুজিবনগর সরকার। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যান সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর আয়োজনে ‘মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্ম’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ এসব কথা বলেন।


আলোচনা সভায় অতিথি হিসাবে বরিশাল বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনকর্ম, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উন্নত দেশ গঠনে শক্তিশালী ভুমিকা রাখতে পারে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম। বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো: মেহেদী হাসান, দর্শন বিভাগের প্রভাষক আবু সালেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আরাফাত লিজন।


অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *