চরমোনাইতে অগ্নিকান্ডে প্রতিবন্ধি শিশু নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট : শাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে আগুনে পুড়ে নিহত হয়েছে ঘুমন্ত কিশোর প্রতিবন্ধী মাইনউদ্দিন (১৩)। সোমবার দিবাগত মধ্যরাতে তাদের বসতঘরে আগুন লাগে। ঘরের অন্যন্যরা বেরিয়ে আসতে পারলেও নিহত হয় মাইনউদ্দিন। সে ডিঙ্গামানিক গ্রামের আ.ন.ম মহিউদ্দিন বাবুলের ছেলে।
ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজন হাফিজুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মহিউদ্দিন বাবুলের ঘরে আগুন লাগে। ওই ঘরটিতে তারা ৪ ভাই পরিবার নিয়ে বসবাস করে। আগুন মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘরের ঘুমন্ত মানুষগুলো দৌড়ে বাইরে বেরিয়ে আসতে পারলেও মাইনউদ্দিন আগুনে পুড়ে মারা গেছে।
ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের ফায়ারম্যান বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ২টায় চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের জোরপোল সংলগ্ন একটি টিনের বসতঘরে অগ্নিকান্ড ঘটে। ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মাইনুদ্দিন (১২) নামে এক প্রতিবন্ধি শিশু মারা গেছে। ঘরের মালামাল অধিকাংশই পুড়ে গেছে। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার হাসান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রনে আনেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *