বরিশালে দেড় হাজার কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবে বরিশাল নগরীর নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনে এগিয়ে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি, সেমাই দেয়া হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।


আরও উপস্থিত ছিলেন বরিশাল কর্মচারী কল্যান বোর্ড এর উপ-পরিচালক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান।


এসময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, সকলে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন। পাশাপাশি সবাই ঘরে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *