কীর্তনখোলা তীরে মেরিন একাডেমির যাত্রা শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
দীর্ঘ প্রতিক্ষার পর কীর্তনখোলা নদী তীরে গড়ে ওঠা বরিশালে নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমির উদ্বোধন হলো। ডিজিটাল মাধ্যমে ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ একাডেমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বরিশাল প্রান্তে বৃহস্পতিবার বেলা ১১টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগন।


সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্নকাঠী এলাকায় ১০ একর জমির উপর ১২২ কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মিত হয়েছে। একাডেমির অভ্যন্তরে একাডেমিক ভবন, হোস্টেল, কমাড্যান্ট বাংলো, মসজিদ, জিমনেশিয়াম, খেলার মাঠ ও সুইমিংপুল রয়েছে।


সুত্র জানায়, এর হোস্টেলে ২৪২ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী অচিরেই ভর্তি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *