জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে বারি শাখা বিএনপি

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী পালন করেছে বিএনপির ইতালী’র বারি শাখা। এ উপলক্ষে সোমবার বারি’তে আলোচনা সভা ও দোয়া-মোজানাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করে বলেন, ‘শহীদ জিয়াউর রহমান এদেশে একদলীয় বাকশালী শাসনব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রথা চালু করেছেন। বর্তমান আওয়ামীলীগ সরকার নতুন মোড়কে দেশে বাকশালী শাসন কায়েম করেছে’।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন ইতালি বিএনপির সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন। আলোচনা অনুষ্ঠান শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মোজাজাত পরিচালনা করেন বারি জামায় তুল উমমা মসজিদের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন বারি শাখা বিএনপির সভাপতি খলিলুর রহমান খোকন, সহ সভাপতি মিজানুর রহমান, ও ফজলুল হক দুলাল এবং উপদেষ্টা জাকির হোসেন বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *