করোনায় আক্রান্ত ববি প্রভোস্ট আইসিইতে

Spread the love

নাগরিক রিপোর্ট:
করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। গত শনিবার রাতে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ওয়ার্ডে ভেন্টিলেশনে আছেন।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীনের একমাত্র শিশু সন্তানসহ পরিবারের তিন সদস্যই করোনা আক্রান্ত। তার শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।


ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, বরিশালে হাসপাতালে থাকাকালীন ড. রেহানা পারভীনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। যতটুকু খবর পাচ্ছি তিনি বর্তমানে আশংকাজনক অবস্থায় আছেন। তার সুচিকিৎসার জন্য সব রকমের চেষ্টা আমরা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *