জাপানে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ ২০

Spread the love

অনলাইন ডেস্ক:
জাপানে ভারী বৃষ্টির পর বড় ধরনের ভূমিধস হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দেশটির আতামি শহরে এ ঘটনা ঘটে। এতে শহরটির অন্তত ২০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, একটি পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসা কালো কাদা মাটির ঢল নেমে সমুদ্রের দিকে বয়ে চলেছে। কাদার তোড়ে কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং মাটির নিচে চাপা পড়েছে। খবর বিবিসির

জাপানের কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় মারা গেছেন বলে মনে করা হচ্ছে এমন দুইজনের মরদেহ পাওয়া গেছে বন্দর এলাকায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি এক ভয়ঙ্কর শব্দ শুনে দৌড়ে উঁচু এলাকার দিকে পালিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা এ ঘটনা মোকাবিলার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। জাপানের পুলিশ, দমকল বাহিনী এবং সামরিক বাহিনী এখন ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *