শপথ গ্রহন অনুষ্ঠানে আ’লীগের দুই পক্ষে হাতাহাতি

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বর) শপথ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় পংকজ দেবনাথ এমপি সমর্থক ও তার বিরোধী আওয়ামীলীগ নেতাকর্মীদের হাতাহাতিতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার বড়জালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে হিজলা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠান চলাকালে বাইরে মেমানিয়া ইউনিয়নে নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান (এমপি সমর্থক) নাসির উদ্দিন হাওলাদারের ভাতিজা শাহাবুদ্দিন হাওলাদারকে মারধর করে উপজেলা ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরে আওয়ামীলীগ নেতারা এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

এতে গুয়াবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন সর্দার, মোহাম্মদ আলীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, মেমানিয়ায় ২১ জুন ভোট গ্রহনের পর পরাজিত নৌকার প্রাার্থীর কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ রয়েছে শাহাবুদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। এর জের ধরে গতকাল বুধবার উপজেলা পরিষদে তাকে ছাত্রলীগ কর্মীরা মারধর করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।


উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার (এমপি বিরোধী) বলেন, মেম্বরদের শপথ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় মাঠে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার ঘটনাস্থলে এসে প্রথমে মাঠে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।


হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার বলেন, ইউএনও অফিসের মধ্যে ঢুকে শপথগ্রহন অনুষ্ঠানে বিশৃংখলা করবে আর যকন এমনটা ধরা খাবে তখন তো ওসির বিরুদ্ধে অভিযোগ করবেই। ওেচয়ারম্যান ম্বোরদের কাইজই হল এধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *