বরিশালে ৫৩৫ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১২

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা এবং শনাক্তের হার গত তিনদিন যাবত প্রায় একই অবস্থানে রয়েছে। পজিটিভ শনাক্তের সংখ্যা ৫০০’র ঘরে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮-৪০ ভাগের মধ্যে ওঠানামা করছে।


শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় ৫৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ১২ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় বিভাগে শনাক্তের হার ৪০ দশমিক ১৭।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৫৩৫ জন পজিটিভ শনাক্ত হন। পজিটিভ শনাক্ত মারা গেছেন ৫ জন।

তারমধ্যে বরগুনায় ২ জন এবং পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে ১জন করে।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকরিয়া খান স্বপন জানান, ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৬৮ দশমিক ৬১।


করোনার চলতি সংকটে ভোলা জেলায় আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার দু্িটই কম ছিল। মৃত্যুর ঘটনাও ঘটেনি। গত কয়েকদিনে আক্রান্ত ও শনাক্তের হার ক্রমশ বাড়তে থাকে। শুক্রবার প্রথম একজনের মৃত্যু হলো ভোলায়। এদিন ভোলায় সংক্রামনের হার ছিল ৪১ দশমিক ৭৬। ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন পজিটিভ শনাক্ত হন।


বরিশাল জেলায় ২৪ ঘন্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৯৭।


বরগুনা ও পটুয়াখালীতে শনাক্তের হার যথাক্রমে ৩৯ দশমিক ২৯ এবং ৪১ দশমিক ৭৪। পটুয়াখালীতে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জন এবং বরগুনায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন পজিটিভ শনাক্ত হন।


ঝালকাঠী জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৬ দশমিক ১১। শনাক্তের হার সবচেয়ে কম পিরোজপুর জেলায় ৩০ দশমিক ৭৭। এ জেলাতে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।


শেবাচিম হাসপতাল সুত্রে জানা গেছে, হাসপতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৩০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তারমধ্যে পজিটিভ শনাক্ত ১১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *