চামড়া শিল্প রক্ষায় সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার আহবান

Spread the love

নাগরিক রিপোর্ট:
দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে সোমবার বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বেলা ১১টায় টাউন হল চত্বরে মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল মহানগরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামূন।


তিনি বলেনন, অবিলম্বে চামড়া শিল্প রক্ষা ও সিন্ডিকেটের হাত থেকে এ শিল্পকে বাঁচাতে সরকারকেই কার্যকরী ভুমিকা পালন করতে হবে। সংগঠনের বরিশাল মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈশি^ক করোনাভাইরাসের প্রাদুর্ভাকে ২০১৯-২০ অর্থবছরে রপ্তানী আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়।

রপ্তানী আয়ের দিক থেকে ২য় স্থান হারিয়ে চামড়া খাত ৩য় স্থানে নেমে এসেছে। অথচ চামড়া শিল্পখাতে ব্যাপক সফলতার সাথে অন্যতম একটি শিল্পখাত হিসাবে ধারাবাহিকতা ধরে রেখেছে।


মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি মুহাঃ আস্রাফুল ইসলাম বরিশাল, মহানগরের সহ- সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *