বরিশালে ১৫ জনের মৃত্যু : পজিটিভ শনাক্ত ৭৬৬ জন

Spread the love

নাগরিক রিপোর্ট : রিশালে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় করোনা উপসর্গ ও পজিটিভ শনাক্ত মোট ১৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শণাক্তের হার ৪১ দশমিক ৯৫ ভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষায় ৭৬৬ জন পজিটিভ শনাক্ত হন। একই সময়ে পজিটিভ শনাক্ত পিরোজপুরের ২ জন এ পটুয়াখালী ও ঝালকাঠীর ১জন করে মারা যান। তারা সকলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ১১ জন মারা গেছেন গত ২৪ ঘন্টায়। এছাড়া হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ ভাগ।

বরিশাল জেলায় ৫৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৭৩ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫১ দশমিক ১২। ভোলা জেলাতে শনাক্তের হার ৪৭ ভাগ। এ জেলাতে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জন পজিটিভ শনাক্ত হন।

পটুয়াখালী জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ১১ ভাগ। এ জেলায় ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জন পজিটিভ শনাক্ত হন। বরগুনায় ৩০০ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৬৭ ভাগ।

পিরোজপুর ও ঝালকাঠী জেলায় শনাক্তের হার যথাক্রমে ৩১ দশমিক ০৫ এবং ৩০ দশমিক ৫৭ ভাগ। পিরোজপুরে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন এবং ঝালকাঠীতে ৩৫০ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ৩০০ শয্যঅর করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩৩০ জন চিকিৎসাধীন আছেন। তারমধ্যে ৩৬ জন পজিটিভ শনাক্ত।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *